আজকে আপনাদের সাথে এমন কিছু শব্দ বা বাক্য নিয়ে কথা বলব যা আপনাদের মানুষের সাথে মানুষের যে সম্পর্ককে চেনার বা বুঝার জন্য সাহায্য করবে। আমদের প্রাত্যহিক জীবনে আমরা প্রতিদিন নানা রকম মানুষের সাথে মিশি। এবং এসব মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আমাদের জীবনের সাথে জড়িয়ে যায় বা তাদের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। একটা সময় এসব সম্পর্ক আমাদের জন্য আশির্বাদ হয়ে থাকে আবার একটা সময় অভিশাপ।
ত এই ভাল এবং খারাপ সম্পর্ককে ইংরেজীতে আমরা কিভাবে চিনব সেটা নিয়েই আজকের আলোচনা। তবে আজকে আমরা শুধু মাত্র রোমান্টিক সম্পর্ক নিয়ে কথা বলবনা, সেটা হতে পারে বন্ধুত্বের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, অফিসের সহকর্মীর সাথে সম্পর্ক, এমনকি পারিবারিক সম্পর্ক নিয়েও কথা বলব। তহলে চলুন শুরু করা যাক।
BEST FRIEND
Best friend বলতে আমরা সবাই বুঝি। আমাদের সবার জীবনে অনেক বন্ধু থাকে কিন্তু Best friend একজনই। যার সাথে জীবনের সমস্ত কিছু হাসি-কান্না, সুখ-দু:খ, গোপন কথা ভাগাভাগি করা যায়।
NOT ON SPEAKING TERMS
Not on speaking terms বলতে যেমন কারো সাথে সম্পর্ক থাকা অবস্থায় কোন কারণে বা অকারণে যখন মনমালিন্য হয়। এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ থাকে তখন সেটাকে Not on speaking terms বলে।
FRIENDS WITH BENEFITS
দুজন বন্ধু (একটি ছেলে এবং একটি মেয়ে) যখন বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে, ভালবাসার সম্পর্ক ছাড়া যেখানে একজন আরেক জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয় সেটাকে বলে। তবে সম্পর্ক সমাপ্ত হয়ে যায় যখন কেউ একজন বা দুজনেই অন্য তৃতীয়জনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে।
INSEPARABLE
এই শব্দটা দেখার পর নিশ্চয় আপনার মনে এই শব্দ সম্পর্কে একটা ধারণা চলে আসছে। হ্যা, Inseparable বলতে এমন সম্পর্ককে বুঝায় যেটা নষ্ট হওয়ার নয়।
INTIMATE
এটি ব্যক্তিগত সম্পর্ক বলা যায়। একজন যুবক এবং যুবতির ভালবেসার ফলে যে সম্পর্ক সৃষ্টি হয় তাকে বলে।
PLATONIC
এটিও একটি ভালবাসার সম্পর্ক। যেখানে একজন যুবক এবং যুবতি একজন আরেকজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যত্নবান সেটাকে বলা হয়। তবে এই সম্পর্কে কোন শারিরীক সম্পর্ক থাকেনা। এই সম্পর্ককে আদর্শিক সম্পর্ক ও বলা হয়।
BROMANTIC
Bromantic বলতে একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি ভালবাসার সম্পর্ককে বুঝায়। যেখানে কোন শারিরীক সম্পর্ক থাকেনা। বলা যায় একজন আকেজনের সাথে ভাল বন্ধুত্বের বা বন্ধুর চেয়ে বেশি কিছু সম্পর্ক।
ILLICIT
Illicit বলতে অবৈধ সম্পর্ককে বুঝানো হয়। যেটাকে আমরা পরকিয়া বলে থাকি। যে সম্পর্কে সামাজিক বা আইনগত সীকৃতি থাকেনা। যেমন একজন বিবাহিত পুরুষে সাথে একজন অবিবাহিত নারীর সম্পর্ক বা একজন বিবাহিত নারীর সাথে একজন অবিবাহিত পুরুষের সম্পর্ককে Illicit বলা হয়।
IT’S COMPLICATED
এটি আমরা সাধারনত ফেইসবুকে দেখতে পাই। It’s complicated বলতে আসলে আমরা যখন কারো সাথে ভালবাসার সম্পর্ক থাকে কিন্তু সেই সম্পর্কের কোন পরিষ্কার উদ্দেশ্য নেই। যেমন প্রতিদিন ঝগড়া বিবাধ বা যে সম্পর্ক নিয়ে দুজনেই কেমন অনিশ্চয়তাই ভোগে। বলতে গেলে যে সম্পর্কে কোন নাম নেই সেটাকে বলে।
ONE WAY RELATIONSHIP
One way relationship বলতে একজন পুরুষ এবং একজন নারীর সম্পকের্র মধ্যে যেকোন একজন সম্পর্ক টিকিয়ে রাখতে প্রাণপন চেষ্টা করে যায় এবং অন্যজন সম্পর্কের ব্যাপারে উদাসীন থাকে সেই সম্পর্ককে One way relationship বলে।
ত বন্ধুরা আজকে এই পর্যন্তই। অন্যদিন আরো মজার কোন লেসন নিয়ে আসব আপনাদের সামনে। ততদিন আপনাদের সম্পর্কে দীর্ঘায়ূ কমনা করে শেষ করছি, সেই পর্যন্ত ভাল থাকবেন।