আমরা প্রত্যেকেই আমাদের পছন্দমত কাপড় পরিধান করি। এবং আমাদের প্রত্যেকের পছন্দ আলাদা। মানে আমরা যেমন আমাদের পছন্দ মত কাপড় পড়ি ঠিক আমারা আশা করি যে, আমার কাপড় যেন আশেপাশের লোকজনদেরও পছন্দ হয়। কিন্তু মাঝে মাঝে আমরা আমাদের পছন্দকে গুরুত্ব দিয়ে আশেপাশের লোকজনের পছন্দের বাইরে চলে যায়। আমাদের আশেপাশে এমনও কিছু লোক রয়েছে যাদের কাপড় কখনোই কারো পছন্দ হয়না। আমরা প্রত্যেকেই আমাদের পড়ার কাপড় সম্পর্কে মন্তব্য পেতে বা আমাদের আশেপাশের লোকদের কাপড় সম্পর্কে মন্তব্য করতে পছন্দ করি। ত আজ আমরা কথা বলব একজনের কাপড় দেখে ভাল বা খারপ লাগলে তাকে কি মন্তব্য করতে হবে।
ইংরেজি শিখার ৭টি সহজ উপায় দেখে নিন এই লিংকে ক্লিক করে।
তাহলে চলুন শুরু করি।
CLINGY
খুব টাইট কাপড় পড়া। আমরা অনেকেই দেখি বা অনেকেই পছন্দও করি। Clingy বলতে বুঝানো হয় যারা খুব টাইট কাপড় পড়ে যার ফলে শরীর প্রতিটা অংশ বা গঠন আলাদাভাবে চিহ্নিত করা যায়।
ILL FITTING
Ill Fitting বলতে যারা ঢিলেঢালা কাপড় পড়ে। আমদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা স্বাস্থ্যগত কারণে হক বা পছন্দগত কারণে ঢিলেঢালা কাপড় পরিধান করে।
PLUNGING NECKLINE
এটি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেসব মেয়েরা তাদের জামার গলা নিচের দিকে জায়গা রেখে পড়ে। মানে বুকের অনেকটা খালি অংশ দেখা যায়। যেসব জামার গলা অনেক বড় হয় সেগুলোকে Plunging Neckline বলে।
PRIM
যারা সবসময় পরিবেশ বা অবস্তান বিবেচনা করে কাপড় পড়ে। যেমন তারা কোন পার্টিতে গেলে পার্টির কাপড় পড়বে, অফিসে গেলে অফিসিয়াল কাপড়। তাদরে সম্পর্কে Prim মন্তব্য করা যায়।
ROOMY
বলতে আমরা বাড়িতে যেসব কাপড় পড়ি। অর্থাৎ বাড়িতে আমরা প্রত্যেকেই লুঙ্গি বা কোন ঢিলেঢালা আরামদায়ক কাপড় পড়ে থাকি। সেসব কাপড়কে Roomy বলে।
SKIMPY
এটি ও টাইট কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে ঈষরহমু এরম ত খুব বেশি টাইট নয়। যেগুলো স্কিনি কাপড় সেগুলোকে Skimpy বলে।
THREADBARE
যারা পুরাতন কাপড় পড়ে। যেসব কাপড় ময়লা বা কোন দাগ দেখা যায়। যখন কেউ পুরাতন কাপড় পড়ে তার ক্ষেত্রে আপনি Threadbare ব্যবহার করতে পারেন।
FRUMPY
যারা কাপড় পড়ার সময় পুরাতন ফ্যাশন ফলো করে। যাদের কাপড় নিয়ে কোন আগ্রহ নেই। যা আছে তাই পড়ে তাদের ক্ষেতে Frumpy ব্যবহার করা যায়।
OVER-DRESSED
বলতে কোন অনুষ্ঠানে খুব ঝাকঝমক করে কাপড় পড়ে যাওয়া যেখানে আসলে এত ঝাকঝমক কাপড় না পড়ে আসলেও চলে। কেউ এরকম কাপড় পড়ে আসলে আপনি তাকে Over-Dressed বলতে পারেন
UNDER-DRESSED
হচ্ছে এর বিপরিত। কোন অনুষ্ঠানে সাধারণ কাপড় পড়ে যাওয়া যেখানে আরো ভাল বা ঝাকঝমক কাপড় পড়া উচিত।
আমি আগেও বলেছি প্রত্যেকের কাপড় সম্পর্কে নিজস্ব একটা পছন্দ থাকে। আমাদের সেই পছন্দকে সম্মান করা উচিত। একজন লোক কি রকম কাপড় পড়ল তা নিয়ে আমরা প্রশংসা করতে পারি কিন্তু নিন্দা করতে পারিনা। ত বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীতে আরো ভাল কোন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভাল থাকুন। ধন্যবাদ।